المدة الزمنية 5:16

এবার বাংলাদেশকে সামরিক চুক্তির আওয়াতায় ঘাঁটির মতো ব্যবহার করতে চায় যুক্তরাষ্ট্র

بواسطة Bangla Today
4 039 مشاهدة
0
100
تم نشره في 2022/03/22

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত আকসা ও জিসোমিয়া নামের দুটি চুক্তি সই করতে চায় যুক্তরাষ্ট্র। আকসার অধীনে মার্কিন বাহিনী খাদ্য, জ্বালানি, গোলাবারুদ ও সরঞ্জামাদি বিনিময় হয়ে থাকে। জিসোমিয়া চুক্তির অধীনে হয় সামরিক গোয়েন্দা তথ্যের বিনিময়। অপরদিকে, র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করায় উদ্বেগের কথা জানিয়েছে বাংলাদেশ। এ সময় র‌্যাবের মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপের একটি নথি যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়। রোববার ঢাকায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অষ্টম অংশীদারি সংলাপে এই নথি হস্তান্তর হয়। এবার বাংলাদেশকে সামরিক চুক্তির আওয়াতায় ঘাঁটির মতো ব্যবহার করতে চায় যুক্তরাষ্ট্র !! ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক নতুন আবর্তে প্রবেশ করছে। নিরাপত্তা, অর্থনীতি ও রাজনৈতিক ক্ষেত্রে বাইডেন প্রশাসনের সঙ্গে সম্পৃক্ততার বিস্তৃতি ঘটছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে নতুন বিশ্ব পরিস্থিতি, ইন্দো-প্যাসিফিক সহযোগিতার বিস্তার, বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রার সমীকরণের মধ্যে এবারের অংশীদারি সংলাপ হচ্ছে। এটাকে খুবই তাৎপর্যময় বলে মনে করা হচ্ছে। এবার বাংলাদেশকে সামরিক চুক্তির আওয়াতায় ঘাঁটির মতো ব্যবহার করতে চায় যুক্তরাষ্ট্র !!

الفئة

عرض المزيد

تعليقات - 6