المدة الزمنية 4:20

এবার বাংলাদেশের শীর্ষ তালিকায় উঠে এলো চীন ও রাশিয়ার নাম China Russia invest In Bangladesh |

بواسطة Bangla Today
3 505 مشاهدة
0
118
تم نشره في 2022/03/16

বৈদেশিক সহায়তাপ্রাপ্তিতে বাংলাদেশ মূলত বিশ্বব্যাংক, জাপান ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ওপর নির্ভরশীল। এর বাইরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র কিংবা জাতিসংঘের মাধ্যমেও সহায়তা এসেছে। সম্প্রতি শীর্ষ সহায়তাকারী দেশের তালিকায় যুক্ত হয়েছে । বৈদেশিক সহায়তার তালিকা করলে রাশিয়া ও চীন যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে। এবার বাংলাদেশের শীর্ষ তালিকায় উঠে এলো চীন ও রাশিয়ার নাম !! China Russia invest In Bangladesh | অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সূত্রে জানা গেছে, শীর্ষ দেশ হিসেবে ২০১৯-২০ অর্থবছরে জাপানের বৈদেশিক অর্থায়ন ছাড়করণের পরিমাণ ১৯১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ডলার। এর পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে বিশ্বব্যাংক। বহুপক্ষীয় সংস্থা হিসেবে বিশ্বব্যাংকের কাছ থেকে সহায়তা ছাড়করণ হয়েছে ১৫৭ কোটি ৩৯ লাখ ৮০ হাজার ডলার। এবার বাংলাদেশের শীর্ষ তালিকায় উঠে এলো চীন ও রাশিয়ার নাম !! China Russia invest In Bangladesh |

الفئة

عرض المزيد

تعليقات - 0